মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরণ

মৌলভীবাজারে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরণ

ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য আয়োজনে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ৫ নভেম্বর শনিবার। দিবসটি উপলক্ষ্যে দুপুরে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠের এম. সাইফুর রহমান অডিটরিয়ামে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা ও সমবায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতার ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম সাইফুর রহমান অডিটরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এরপর অডিটরিয়াম প্রাঙ্গনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব (আইসিটি ও শিক্ষ) জাহিদ আকতারের সভাপতিত্বে ও জেলা শিশু বিষযক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চন্দন দত্ত। বিশেষ অতিথির ব্কতব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মোহাম্মদ মহসীন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারের অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত সমবায়ীদের মধ্যে সমবায় ঋণের চেক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *