কমলগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে একনলা ৬টি বন্ধুকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

কমলগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে একনলা ৬টি বন্ধুকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

রুহুল আলম রনি, ভ্রাম্যমান প্রতিনিধি :: কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া নামক বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে একনলা ৬টি বন্ধুকসহ ৪ ভারতীয় নাগরিককে স্থানীয়দের সহযোগীতায় আটক করেছে বিজিবি ও পুলিশ। স্থানীয়রা জানান, ৩ নভেম্বর দূপুর আড়াউটার দিকে সীমান্ত এলাকা বাংলাদেশের অভ্যন্তরে বাঘাছড়া নামক এলকায় বেশ কয়েক জনকে রান্না করে খেতে দেখতে পায়। এলাকাবাসী এ সময় ৬টি বন্ধুকসহ ৪ জনকে আটক করে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুলেমান মিয়ার কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ও পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌছে ৪ জনকে আটক ও ৬টি বন্ধুক উদ্ধার করে। আটককৃতরা হলেন-ভারতের ত্রিপুরা রাজ্যের রইসাবাড়ি গ্রামের কৃষ্ণদা রিয়াং এর ছেলে সতিন্দ্র রিয়াং (২১), ফটিকরায় থানার ডিসন কলোনী এলাকার পুষ্পরাম রিয়াং এর ছেলে নিরঞ্জ রিয়াং(২৮), বীরেন্ড রিয়াং এর ছেলে সম্রাট রিয়াং(২১) ও রাজেন্দ্র রিয়াং এর ছেলে সুমিরন রিয়াং (৩১)। ৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশকারীর মধ্যে চারজনকে আটক করা হলেও জয়ন্ত রিয়াং (৩৪) ও তৈশা রিয়াং (৪০) নামে ২ জন পালিয়ে যায়। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন- আটককৃতরা প্রাথমিকভাবে জানায় তারা ভারতীয় নাগরিক। তবে, কি কারণে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *