সহিদ উন নবীর পরিচালনায় প্রথমবার অপূর্ব, তার সঙ্গে জুটি সুমাইয়া হিমি

সহিদ উন নবীর পরিচালনায় প্রথমবার অপূর্ব, তার সঙ্গে জুটি সুমাইয়া হিমি

সুরমার ঢেউ সংবাদ :: টেলিভিশনের পর্দায় রোমান্টিকতায় জুড়ি নেই জিয়াউল ফারুক অপূর্বের। দীর্ঘ ক্যারিয়ারে নিজেকে রোমান্টিক ইমেজে প্রতিষ্ঠিত করলেও প্রায়ই বহুমাত্রিক চরিত্রে দেখা যায় তাকে। সদ্য নতুন একটি নাটকের শুটিং শেষ করলেন ছোট পর্দার এই তারকা অভিনেতা। নাটকের নাম ‘৫২/ঘ’। এখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন সহিদ উন নবী।
অপূর্বর সঙ্গে এই নির্মাতার এটিই প্রথম কাজ। নির্মাতা জানান, ভাইয়ার সঙ্গে বিভিন সময়েই পর্দায় অভিনয় করেছি কিন্তু আমার নির্দেশনায় এবারই প্রথম কাজ। এটা আমার জন্য অন্যরকম ভালো লাগার।
সহিদ উন নবী বলেন, একটি বাড়িকে ঘিরেই গল্প, সেখানে একটু অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভাল লাগবে। কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, অপূর্ব ভাইয়া সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কারণ, উনার সম্পর্কে সবাই জানেন। উনি শুধু একজন শিল্পী নন, পরিচালকবান্ধব, প্রযোজকবান্ধব শিল্পী। রোমান্টিক চরিত্রে তিনি বরাবরই অনবদ্য। গল্পের মেরিট অনুযায়ী, চরিত্র অনুযায়ী তিনি নিজেকে তৈরি করে তারপর কাজটি করেন। আমার গল্পের আহসান চরিত্রটিকে তিনি যেভাবে ধারণ করেছেন সেটা শুধু বড় মাপের শিল্পীর দ্বারাই সম্ভব। একটা টিমের সবাই পূর্ণ সাপোর্ট পায় উনার কাছ থেকে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে!
তিনি কখনও নিজেকে নিয়ে ভাবেননা, পুরো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবেন। অনেকেই আছে যারা শুধু নিজের কাজটা করেই চলে যান কিন্তু অপূর্ব ভাইয়া সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত খবর রাখেন। উনি অনেক ভাবেন জায়গাটা নিয়ে। একটা সময় ছিল যখন গল্পে বাবা-মায়ের চরিত্রগুলো কমতে শুরু করেছিলো কিন্তু তিনি তার কাজগুলোতে সবাইকে রাখার চেষ্টা করেন। সবাইকে নিয়ে একটা সুন্দর প্রজেক্ট করতে যতটা সাপোর্ট দরকার তিনি সেটা করেন অনায়াসেই। আমরা দুইদিন শুটিং করেছি, একদম রিল্যাক্স মুডে এবং এত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে ভাবিনি। দেখা গেলো উনি সকাল সাড়ে ১০টায় সেটে এসে হাজির এবং রাত সাড়ে ৯টার মধ্যে প্যাকাপ। শিল্পীদের পরিপূর্ণ সহযোগিতা পেলেই কাজটা তাড়াতাড়ি শেষ করা যায়। এক কথায়, ভাইয়ার সাথে আমার কাজের অভিজ্ঞতা দুর্দান্ত। আশা করবো, সামনেও ভাইয়ার সাথে আর কাজ হবে ইনশাহআল্লাহ। জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *