গ্রামীণফোন ২৯ লাখ গ্রাহক হারিয়েছে

গ্রামীণফোন ২৯ লাখ গ্রাহক হারিয়েছে

সুরমার ঢেউ সংবাদ :: গ্রামীণফোন চলতি বছরের ৩য় প্রান্তিকে ২৯ লাখ গ্রাহক হারিয়েছে। যদিও বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি ১১ হাজার ২৮৬.৭৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে- যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৭ শতাংশ বেশি। তবে, গ্রাহক হারানোর ব্যাপারে প্রতিষ্ঠান বলছে মূলত সিম বিক্রির ওপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিষেধাজ্ঞার কারণে এমনটা হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রামীণফোনের বর্তমান গ্রাহক সংখ্যা ৮ কোটি ১৮ লাখ। যার মধ্যে ৪ কোটি ৫৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী।
সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন- ৩য় প্রান্তিকে এর নেতিবাচক প্রভাব পড়েছে। গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে ৩.৪ শতাংশ। নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে আমরা বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ নিষেধাজ্ঞার আংশিক প্রত্যাহার করা হয়। চলতি বছরের ৩য় প্রান্তিকে গ্রামীণফোন ২৭৮.১৫ কোটি টাকা নেটওয়ার্ক আধুনিকায়নে ও সম্প্রসারনে বিনিয়োগ করেছে। এ প্রান্তিক শেষে গ্রামীফোনের মোট নেটওয়ার্ক সাইটের সংখ্যা দাড়িয়েছে ১৯ হাজার ৭১৯টিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *