ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে ২৫ শিশুসহ ১৪১ জন নিহত

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে ২৫ শিশুসহ ১৪১ জন নিহত

সুরমার ঢেউ সংবাদ :: ভারতের গুজরাটে দেড়শ বছরের পরনো ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে ১৪১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। ৩০ অক্টোবর রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবি শহরের মাচ্চু নদীর ওপর নির্মিত ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা কয়েকশ মানুষ নদীতে পড়ে যায়। অনেকে সেতুতেও ঝুলতে থাকে। নিহতের সংখ্যা আরো বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। দুর্ঘটনার সময় কমপক্ষে ৫০০ জন ওই সেতুর ওপর ছিল বলে সংশ্লিষ্টদের ধারণা। এখনো উদ্ধারকাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় অনেক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর ওপরে যারা ছিলেন, তাদের অধিকাংশই পর্যটক। এ ঘটনার ২৪ ঘণ্টা আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সারি সারি লোক দাঁড়িয়ে ওই ঝুলন্ত সেতুতে। তাদের কেউ ছোটাছুটি করছেন, আবার কেউ লাফালাফি করছেন। আর তার জেরে দুলছে সেতুটি। শনিবার এ ভিডিও করা হয়। ঠিক এরপরের দিনই সেতুটি ভেঙে পড়ল। ২৩০ মিটার দৈর্ঘ্যের ঐতিহাসিক এ সেতু ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়েছিল। মেরামতের জন্য ৬ মাস বন্ধ থাকার পর গেল অক্টোবর সেতুটি পুনরায় পারাপারের জন্য খুলে দেয়া হয়। তথ্যসূত্র : এনডিটিভি ও আনন্দবাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *