সুরমার ঢেউ সংবাদ :: দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮২ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সময় ২৯ অক্টোবর শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় এ ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। এ ঘটনার কারণ অনুসন্ধান করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। হ্যালোইন উৎসব উদযাপনের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবে পরিচিত সিউলের ইথেওন এলাকায় শনিবার রাতে লাখের বেশি মানুষ জড়ো হন। কারণ, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এরপর প্রথম মাস্ক ছাড়া উৎসবের আয়োজন হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সড়কের ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। ঘটনাস্থলের পাশে একটি ভবনে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় মানুষের স্তুপ দেখা গেছে। তাদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারীরা।