মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

ইশরাত জাহান চৌধুরী, ষ্টাফ রিপোর্টার :: ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার বিকালে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে পৌর জনমিলন কেন্দ্র প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জনপ্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে পৌর জনমিলন কেন্দ্রে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। স্বাগত বক্তব্যে মৌলভীবাজার জেলার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট শান্তিপদ ঘোষ অত্র জেলায় কমিউনিটি পুলিশিং এর ইতিহাস, গুরুত্ব এবং আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগনের সম্পর্ক নিয়ে তথ্যপূর্ণ আলোচনা করেন।
এরপর উন্মুক্ত আলোচনায় বিভিন্ন পেশার প্রতিনিধিদের পক্ষে শিক্ষক, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও ডাক্তার বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে কমিউনিটি পুলিশিং নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিগণ শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার বড়লেখা থানার এসআই মোঃ হাবিবুর রহমান পিপিএম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হান্নানকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও- ১ আব্দুল কাইয়ুম চৌধুরী, মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক, রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায়, জেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার সব থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে নিজ নিজ থানা এলাকায় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *