হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা বেঈমানি করেছে বলে মন্তব্য এক প্রার্থীর

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা বেঈমানি করেছে বলে মন্তব্য এক প্রার্থীর

সুরমার ঢেউ সংবাদ :: হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভোটাররা বেঈমানি করেছে বলে মন্তব্য করেছেন এক প্রার্থী। এবার নিয়ে পর পর দুইবার হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু একজন ভোটারকেও নিজের দিকে টানতে পারেননি সাধারণ সদস্য প্রার্থী আব্দুল মুহিত। তিনি গতবারের জেলা পরিষদ নির্বাচনেও কোনো ভোট পাননি। এবারও শূন্য ভোটে খালি হাতে নির্বাচনের মাঠ ছেড়েছেন তিনি।
জানা যায়- গত জেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মো. আব্দুল মুহিত উটপাখি প্রতীক নিয়ে নির্বাচেনে অংশ নেন। উপজেলার ৫টি ইউনিয়নে ৬৭ ভোটের মধ্যে কোনো ভোটই পাননি তিনি। এবারের নির্বাচনে ওয়ার্ড বর্ধিত করে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়। মোট ভোটার ১৮৫ জন। এবার সিএনজি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন সদস্য প্রার্থী আব্দুল মুহিত। কিন্তু কোনো ভোটারের মন জয় করতে পারেননি তিনি। ভোট গণনা করে দেখা যায়, তার প্রতীকে কোনো ভোট নেই। এ বিষয়ে সদস্য প্রার্থী আব্দুল মুহিত বলেন, ভোটাররা বেঈমানি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *