সিলেটসহ ১৯ জেলা থেকে নিরুদ্দেশ ৫৫ যুবকের তালিকা প্রকাশ

সিলেটসহ ১৯ জেলা থেকে নিরুদ্দেশ ৫৫ যুবকের তালিকা প্রকাশ

সুরমার ঢেউ সংবাদ :: সিলেটসহ ১৯ জেলা থেকে নিরুদ্দেশ হওয়া ৫৫ জনের তালিকা প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরা প্রায় দেড় মাস থেকে দুই বছরের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে। তবে, এদের মধ্যে কয়েকজনের পরিবার জানে যে, তাদের সন্তান চাকরির জন্য বিদেশে অবস্থান করছেন। তারা আবার নিয়মিত পরিবারকে অর্থও দেন। মূলত এদের মধ্যে অনেকে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তারা দেশের দুর্গম অঞ্চলে আত্মগোপনে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ১০ অক্টোবর সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র‌্যাব জানায়- ১৯টি জেলার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে ৮জন, নারায়ণগঞ্জে ৪ জন, নেত্রকোনা ১ জন, নোয়াখালী ১ জন, পটুয়াখালী ৬ জন, ফরিদপুর ২ জন, বরিশাল ৩ জন, ব্রাহ্মণবাড়ীয়া ১ জন, ময়মনসিংহ ১ জন, মাগুরা ১ জন, মাদারীপুর ২ জন, কুমিল্লা ১৫ জন, খুলনা ১ জন, চাঁদপুর ১ জন, ঝালকাঠি ২ জন, ঝিনাইদহ ১ জন, টাঙ্গাইল ১ জন ও ঢাকা ৪ জন। কমান্ডার খন্দকার আল মঈন বলেন- জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাবাার সঙ্গে জড়িত সংগঠনের দাওয়াতি ও অন্যতম অর্থ সরবরাহকারী শাহ মো. হাবিবুল্লাহ ও বাড়ি ছেড়ে যাওয়া ৩ জনসহ মোট ৫ জনকে ঢাকার যাত্রাবাড়ী এবং কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে ৮ তরুণের নিখোঁজের ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজের বিষয়ে ২৫ আগস্ট কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর র‌্যাব নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীদের উদ্ধারে ও জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর মধ্যে গত ১ সেপ্টেম্বর কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া ৮ তরুণের মধ্যে শারতাজ ইসলাম নিলয় (২২) রাজধানীর কল্যাণপুরে নিজ বাড়িতে ফিরে আসেন। নিলয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে জঙ্গি সংগঠনের দাওয়াতি, তত্ত্বাবধানকারী, আশ্রয় প্রদান কার্যক্রমের সঙ্গে যুক্ত ৩ জন ও নিরুদ্দেশ ৪ তরুণসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা উগ্রবাদী সংগঠন সম্পর্কে তথ্য দেয় র‌্যাবকে। এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব- ১০ এর যৌথ অভিযানে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে শাহ মো. হাবিবুল্লাহ ওরফে হাবিব (৩২), নেয়ামত উল্লাহ (৪৩), মো. হোসাইন (২২), রাকিব হাসনাত ওরফে নিলয় (২৮) ও মো. সাইফুল ইসলাম ওরফে রণি ওরফে জায়দ চৌধুরীকে (১৯) গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *