সংকটের কারণে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক

সংকটের কারণে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক

সুরমার ঢেউ সংবাদ :: সংকটের কারণে কমপক্ষে ১২ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ফেসবুক। কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ফেসবুক কর্মীরা। ২০০৪ সালে সোশ্যাল মিডিয়া বাজারে আসার পর মার্ক জুকেরবার্কের কোম্পানিতে এতবড় ধাক্কা আসেনি। সংবাদ মাধ্যমে জানা যায়- ফেসবুক ছেড়ে চলে গেছেন কমপক্ষে ১৪ লাখ মানুষ। সেই ধাক্কা আসতে চলেছে এবার ফেসবুক কর্মীদের উপরে। জানা যাচ্ছে কমপক্ষে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে ফেসবুক। একবছর আগেই মার্ক জুকেরবার্ক ঘোষণা করেছিলেন মেটাভার্স তৈরি করাতে ১০ হাজার জনের চাকরি হবে। উল্টো মেটা-র কর্মীসংখ্যা কমিয়ে দেয়া হয়েছে। এমনকি একসপ্তাহে ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। সম্প্রতি তার সম্পত্তির অর্ধেক খুইয়েছেন মার্ক জুকেরবার্ক। ফোর্বস-র ধনীর তালিকায় তিনি এখন নীচে নেমে ২২ নম্বরে। তারপর থেকেই খরচ কমানোর চেষ্টা করে চলেছে ফেসবুক। ব্যবহারকারীদের তথ্যফাঁসসহ একাধিক কারণে ফেসবুককে দিতে হয়েছে ৬ মিলিয়ন ডলার জরিমানা। পাশাপাশি কোম্পানির গ্রহনযোগ্যতা নেমে যায়। টিকটকের কাছে ধাক্কা খেয়েছে ইনস্টাগ্রাম। এমনকি কিছু ফিচার প্রত্যাহার করতে বাধ্যও হয় ফেসবুক। প্রায় ১০ বিলিয়ন ডলায় বিজ্ঞাপনও হারাতে পারে ফেসবুক। সোশ্যাল মিডিয়া জায়ান্ট সূত্রে খবর- বছর শেষে কোম্পানির কর্মক্ষমতার ভিত্তিতে ১৫ শতাংশ কর্মীকে ছেড়ে দেয়া হতে পারে। সম্প্রতি কোম্পানির কর্মীদের সঙ্গে এক বৈঠকে জুকারবার্ক মন্তব্য করেছেন- ‘আশা করেছিলাম আর্থিক পরিস্থিতি খানিকটা সুস্থির হয়ে যাবে। কিন্তু, তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছেনা। তাই আমাদের কিছু পরিকল্পনা নিতে হবে।’ তথ্যাভিজ্ঞ মহল মনে করছে, জুকারবার্কের ওই মন্তব্যেও কোনও কড়া পদক্ষেপের ইঙ্গিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *