সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মাঠে কাজ করার সময় এক চা শ্রমিক ও এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। ১০ অক্টোবর সোমবার উপজেলার কালাপুর ও কালীঘাট ইউনিয়নে পৃথক পৃথক সময়ে বজ্রপাতে এ দুজন নিহত হয়েছেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে- কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের পুত্র বাগানের নিয়মিত শ্রমিক নৃপেন রায় (৪৫) চা বাগানে কর্মরত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ নৃপেন রায়ের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে, কালাপুর ইউনিয়নের বরুনা হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার পুত্র উম্মত আলী (৪৫) হাইল হাওরে কৃষিকাজরত অবস্থায় দুপুর ২টার দিকে হঠাৎ উম্মত আলীর উপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বজ্রাপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বজ্রপাতে দু’জন নিহত হবার বিষয় নিশ্চিত করে বলেন- আমরা নিহত দু’জনের বাড়ীতে গিয়ে তাদের মৃতদেহ সৎকার করার জন্য পরিবারের লোকজনের কাছে ১০ হাজার টাকা করে দিয়েছি। পরবর্তীতে তাদেরকে আরও সরকারি সহযোগিতা করা হবে।