সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান ‘অ্যালিস’

সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান ‘অ্যালিস’

সুরমার ঢেউ সংবাদ :: সফলভাবে আকাশে উড়ল বিশ্বের প্রথম বিদ্যুৎচালিত যাত্রীবাহী বিমান ‘অ্যালিস’। বিমানটি ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ওয়াশিংটনের গ্রান্ট কাউন্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ৮মিনিট আকাশে ভ্রমণ করে। ইসরায়েলের কোম্পানি ইভিয়েশন এয়ারক্রাফ্ট বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে। ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি ৩ হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।
ইভিয়েশনের প্রেসিডেন্ট ও সিইও গ্রেগরি ডেভিস সিএনএনকে বলেন, ‘এটি ইতিহাস।’ তিনি জানান- এটি বৈদ্যুতিক গাড়ি বা একটি সেল ফোনের মতো ব্যাটারি প্রযুক্তি। ৩০ মিনিট চার্জ দিলে ৯ জন যাত্রী নিয়ে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।
বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘন্টায় ২৮৭ মাইল। একটি বোয়িং-৭৩৭ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৫৮৮ মাইল।
গ্রেগরি ডেভিস আরও বলেন- বিমান চলাচলে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ মাত্রা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই বিদ্যুৎচালিত বিমান তৈরির কাজ করে তার কোম্পানি। ২০১৫ সালে ইভিয়েশন এয়ারক্রাফ্ট প্রতিষ্ঠিত হবার পর থেকেই বিদ্যুৎচালিত বিমান তৈরির কাজ শুরু করে। মঙ্গলবারের ফ্লাইটের সব তথ্য সংগ্রহ ও পর্যালোচনার পর অ্যালিস বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ২০২৭ সাল নাগাদ বিমানটি বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *