জগন্নাথপুরে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জগন্নাথপুরে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যানের নাম মাহববুল হক শেরিন। তিনি উপজেলার মিরপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান। ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে জগন্নাথপুর থানা পুলিশের সহায়তায় সিআইডি তাকে গ্রেফতার করে।
সিআইডি সূত্রে জানা যায়- উপজেলার মিরপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান শেরিনের বিরুদ্ধে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন ‘আম্বরখানা আবাসন এসোসিয়েট প্রাইভেট লি. কোম্পানি’ নামে একটি কোম্পানিতে পরিচালক করার লোভ দেখিয়ে মামলার বাদীসহ বহু প্রবাসীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেন।
তার বিরুদ্ধে এ মামলা ছাড়াও এসএমপি’র এয়ারপোর্ট থানায় আরও ৩টি প্রতারণার মামলা তদন্তাধীন রয়েছে। মামলা দায়েরের পর আসামি শেরিন বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ ও টাকা আত্মসাৎ মামলায় চেয়ারম্যান শেরিনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির সিলেট মেট্রোর বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *