রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়নস্থিত মোকামবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল হাকিম রাজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ২৬ সেপ্টেম্বর সোমবার দুপুর আড়াইটায় সোনাপুর উচ্চ বিদ্যালয় সভাকক্ষে বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকল্পে অনুষ্ঠিত সভায় অভিভাবক সদস্য প্রতিনিধি আব্দুস সামাদ চৌধুরী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক আব্দুল হাকিম রাজ’র নাম প্রস্তাব করলে সদস্য পিয়ারা বেগম, বাবুল হোসেনসহ সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা আব্দুল হাকিম রাজকে সভাপতি হিসেবে সমর্থন করেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ বলেন- নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা কমিটির প্রথম সভার তারিখ থেকে পরবর্তী দুইবছর বিদ্যালয় পরিচালনা করবেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি সাংবাদিক আব্দুল হাকিম রাজ বলেন- সোনাপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। দোয়া ও সহযোগিতায় এ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এ গুরুদায়িত্ব দিয়েছেন, তারা সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন কুমার দাশ, অভিভাবক সদস্য প্রতিনিধি আব্দুস সামাদ চৌধুরী, বাবুল হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম রাজ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি পিয়ারা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি বেগম ইসলাম উপস্থিত ছিলেন।
সভা শেষে নবনির্বাচিত সভাপতিকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এরপর সুশীল সমাজের মানুষজন এক আনন্দ র্যালী বের করে স্কুল থেকে মোকামবাজারে এসে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য- ২১ সেপ্টেম্বর অভিভাবক সদস্য প্রতিনিধি ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ের সভাপতি কে হচ্ছেন- এ নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা এবং চায়ের টেবিলে আলোচনা-সমালোচনার কারনে বিষয়টি “টক অব দ্যা মোকামবাজার” এ পরিনত হয়।
সাংবাদিক আব্দুল হাকিম রাজ ইতিপুর্বে মুনিয়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান মোকামবাজার সৈয়দ আব্দুল বারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালণ করেন। তিনি ১৯৯৪ সাল থেকে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালণ করছেন।