দূর্গাপূজার আগে চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরীসহ বোনাস দেয়া হবে-চা বোর্ডের চেয়ারম্যান

দূর্গাপূজার আগে চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরীসহ বোনাস দেয়া হবে-চা বোর্ডের চেয়ারম্যান

সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন- দূর্গা পূজার আগে প্রধানমন্ত্রী ঘোষিত সকল চা বাগানে চা শ্রমিকদের ১৭০ টাকা মজুরীসহ বোনাস দেয়া হবে। ইতোমধ্যে চা বোর্ডের বাগানগুলোতে মজুরী ও অন্যান্য সুবিধা দেয়া শুরু হয়েছে। বাংলাদের চা গবেষণা ইনিন্টিটিউটের হলরুমে বাংলাদেশ চা বোর্ডের টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২৫ সেপ্টেম্বর রোববার দূপুর ১২টায় কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবারে তিনি একথা বলেন।
তিনি বলেন- ‘দেশে এখন চায়ের উৎপাদন ক্রমবর্ধমান পর্যায়ে রয়েছে। বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় আমাদের চায়ের উৎপাদন বেশি হচ্ছে। চা রপ্তানির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সে জন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি। চা রপ্তানির ক্ষেত্রে গুণগতমানের চা উৎপাদনের কোনো বিকল্প নেই। মূলত আমাদের টি প্লান্টারসগণ টি টেস্টিং বিষয়টি ইনফরমালি শিখে থাকেন। এ বিষয়ে এটি একটি ফরমাল কোর্স। এ কোর্সে অংশগ্রহণকারীরা প্রাতিষ্ঠানিকভাবে টি টেস্টিং বিষয়ে দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন’।
বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদের চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম, বাংলাদেশীয় চা সংসদ সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও ফিনলে ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার জিএম শিবলি। প্রশিক্ষণে দেশের বিভিন্ন এলাকার চা বাগান প্রতিনিধিগণ তাদের উৎপাদিত চা নিয়ে উপস্থিত ছিলেন এবং টেস্টিং এ অংশগ্রহণ করেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ আশরাফুল ইসলাম ও বাংলাদেশ চা গবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্যরা টি টেস্টিং এ অংশগ্রহণ করেন। মোট ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩৪ জন বাগান প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *