মৌলভীবাজার সদর, পৌর ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ সভাপতি-সম্পাদক প্রার্থী ৮৯ জন

মৌলভীবাজার সদর, পৌর ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ সভাপতি-সম্পাদক প্রার্থী ৮৯ জন

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগ, মৌলভীবাজার পৌর যুবলীগ ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি-সম্পাদক পদে ৮৯ প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। মৌলভীবাজার শহরের চৌমোহনাস্থিত দলীয় কার্যালয়ে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব জীবনবৃত্তান্ত গ্রহণ করেন।
মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ৭ জন, মৌলভীবাজার পৌর যুবলীগ সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জন ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ সভাপতি পদে ১৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৩ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আশা করা যায়- জীবনবৃত্তান্তগুলো যাচাই-বাছাই করে যত শীঘ্র সম্ভব মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগ, মৌলভীবাজার পৌর যুবলীগ ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের কমিটি প্রকাশ করা হবে।
এদিকে, জীবনবৃত্তান্ত জমা দেয়াকে কেন্দ্র করে চৌমোহনা ও আশপাশের এলাকায় বিরাজ করছিলো উৎসবের আমেজ। পদ প্রত্যাশীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত জমা দেন। জানা গেছে- দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পরে মৌলভীবাজার সদর উপজেলা, মৌলভীবাজার পৌরসভা ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের নতুন কমিটি প্রদানের জন্য জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে, দলীয় নেতা-কর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *