সুরমার ঢেউ সংবাদ :: সিলেট নগরীতে ভ্রাম্যমাণ টয়লেটের যাত্রা শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর শনিবার। সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর উদ্যোগে ভ্রাম্যমাণ টয়লেটের যাত্রা শুরু হয়েছে। খোলা ভ্যানে থাকা এ টয়লেট এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করা সম্ভব। শনিবার লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে চা শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের সময় একটি ভ্রাম্যমান টয়লেট সভাস্থলে প্রেরণ করে সিসিক। এর মধ্য দিয়েই এ ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের কার্যক্রম শুরু হয়। মূলত বিভিন্ন সভা-সমাবেশের পয়নিষ্কাশন ব্যবস্থ্ াস্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব করতেই এসব টয়েলেটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিায়েছেন সংশ্লিষ্টরা। ৩ ধরণের সুবিধা রয়েছে এ ভ্রাম্যমাণ টয়লেটে।
ভিভিআইপি, ভিআইপি ও সাধারণ- এ তিন ধরণের সুবিধা সম্বলিত পুরুষ ও নারীদের আলাদা টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম দিন শনিবার বিকেলে শহরতলীর লাক্কাতুরা এলাকায় চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স স্থলের পাশে সেগুলো রাখা হয়।
সিসিকের নির্বাহী প্রকৌশলী এহসান আহমদ জানিয়েছেন- নগরীর বিভিন্ন স্থানে স্থায়ী পাবলিক টয়লেট থাকলেও কোথাও কোনো অনুষ্ঠান থাকলে আশপাশে টয়লেট না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। সে বিষয়টি মাথায় রেখে সিসিক ৩ ধরণের ভ্রাম্যমাণ পাবলিক টয়লেটের ব্যবস্থা করেছে। এ ভ্রাম্যমাণ টয়লেট কর্মসূচিতে ৩ ধরণের ১০টি পৃথক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।