সুরমার ঢেউ সংবাদ :: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের দেয়া ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার গ্রহণে নিজের অনিচ্ছার কথা জানিয়েছেন। এবছর এ সম্মান নতুন কাউকে দেয়ার কথাও বলেছেন এ অর্থনীতিবিদ। বর্তমানে অমর্ত্য সেন ফ্রান্সে অবস্থান করছেন। পুরস্কার দেয়ার দিন অনুষ্ঠানে তিনি হাজিরও থাকতে পারবেন না বলে জানান। অমর্ত্যের অভিমত জানার পর পুরস্কার প্রাপকদের চূড়ান্ত তালিকায় তার নাম বাদ দেয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, অন্য বিশিষ্টদের পাশাপাশি নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করার কথা ছিল। তবে অভিজিৎ বিনায়ক ফ্রান্সে রয়েছেন। অমর্ত্য সেনও বাইরে অবস্থান করছেন। ফলে অনুষ্ঠানমঞ্চে দুজনের কেউই সম্ভবত থাকবেন না। ২৫ জুলাই সোমবার বিকেলে কলকাতার নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের হাতে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।