পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে কিছু বাদ দেয়া বা যুক্ত করা হয়নি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে কিছু বাদ দেয়া বা যুক্ত করা হয়নি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সুরমার ঢেউ জাতীয় :: ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কোন কিছু বাদ বা যুক্ত করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, একটি চক্র ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জামাত শিবিরের বিরাট একটি অংশ এ কাজগুলো করছে। কাজেই প্রত্যেকই এ বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, একটি মহল ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
এসময় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা উপস্থিত ছিলেন। পরে, চলতি ২০২১-২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে মোট ১০১ জনের মাঝে ৫৬ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *