ড. এম জি মৌলা মিয়া সিআইপি স্বপরিবারে বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে ব্রিটেনে প্রত্যাবর্তন

ড. এম জি মৌলা মিয়া সিআইপি স্বপরিবারে বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে ব্রিটেনে প্রত্যাবর্তন

সুরমার ঢেউ সংবাদ :: ব্রিটেন-বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনগর ইন্টারন্যাশনাল বিজনেস গ্রুপ ইউকে ও এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র চেয়ারম্যান, ড. মৌলা ফাউন্ডেশনের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা জনসেবা সংস্থা মিডল্যান্ডস-ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মৌলভীবাজারের স্থানীয় সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকা ও সুরমার ঢেউ ডটকম’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, ড. এম জি মৌলা মিয়া (সিআইপি, এফআরএসএ, এফআইএইচ) স্বপরিবারে বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে ব্রিটেনে প্রত্যাবর্তন করেছেন ২২ জুলাই। তিনি আত্নীয়-স্বজন ও এলাকাবাসীর সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন, নিজ ব্যবসায়ীক কর্মকান্ড পর্যবেক্ষণ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ইত্যাদির উদ্দেশ্যে ৮ জুলাই বাংলাদেশে আসেন। এসময় ড. এম জি মৌলা মিয়ার সাথে ছিলেন, তার মমতাময়ী মা মিসেস ময়মুনা খাতুন, তার সহধর্মিনী মিসেস ফারহানা বেগম চৌধুরী, তার বড় মেয়ে সালেহা সুলতানা (শিক্ষানবিশ ব্যারিস্টার), জামাতা জুনেদ হোসেন (এলএলবি, এলএলএম), ছোট মেয়ে ফাবিহা সুলতানা (মাস্টার্স অব ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল। বর্তমানে ফ্যাশন বিশ্লেষক পদে কর্মরত), বড় ছেলে মোঃ তৌশিফুর রহমান (বিনিয়োগে বিজ্ঞানে মাস্টার্স ও কেপিএমজি অডিটর), ছোট ছেলে মোঃ মুস্তাফিজুর রহমান (বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্ধয়নরত)। ব্রিটেনে প্রত্যাবর্তনের আগের রাতে ড. এম জি মৌলা স্বপরিবারে তার বনবীথি এলাকার বাসভবনে সাপ্তাহিক সুরমার ঢেউ ও সুরমার ঢেউ ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক শ. ই. সরকার জবলুর সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে মিলিত হন। এসময় তিনি ও পরিবারের সদস্যবৃন্দ অসুস্থ্য সাংবাদিক শ. ই. সরকার জবলুর শারিরিক অবস্থার ও চিকিৎসার খোঁজখবর নেন এবং পত্রিকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *