কেন্দ্রীয় গ্রন্থাগার পরিষদের সভাপতি মালিক খসরু- মহাসচিব হাবিবা রহমান খান

কেন্দ্রীয় গ্রন্থাগার পরিষদের সভাপতি মালিক খসরু- মহাসচিব হাবিবা রহমান খান

সুরমার ঢেউ সংবাদ :: বাংলাদেশ বেসরকারী গণ গ্রন্থাগার পরিষদ জাতীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর ট্রাস্টি মালিক খসরু পিপিএম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খান এমপি জনকল্যাণ পাঠাগার নেত্রকোনা’র সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার আমানুল্লাহ আমানের স্বাক্ষরে এ তথ্য প্রকাশ করা হয়। নির্বাচনে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দ, দেশের ৬০টি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সংগঠনটি সমগ্র দেশে বইপড়া আন্দোলন ছড়িয়ে দিতে গত ২০০৮ সাল হতে দেশব্যাপী গ্রামভিত্তিক গণ পাঠাগারের মাধ্যমে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ছাত্র ও যুব সমাজকে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হতে ফিরিয়ে আনতে/বিরত রাখতে একযোগে কাজ করছে। বর্তমানে দেশে ২৫০০টি গণ গ্রন্থাগারে প্রায় ২০ লক্ষাধিক পাঠক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়মিত বইপাঠ সেবা নিচ্ছে এ পাঠাগারগুলোর মাধ্যমে।
সারাদেশে তৃণমূল পর্যায়ে এ গ্রামীণ পাঠাগারগুলো দীর্ঘদিন যাবৎ পাঠকসেবা পরিচালনায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে। দীর্ঘদিনের এসব সমস্যা নিরসনে সরকারী ভাতায় একজন লাইব্রেরিয়ান নিয়োগের ব্যবস্থা সময়ের দাবী। এ লাইব্রেরিয়ান নিয়োগের মাধ্যমে পাঠাগারগুলো সার্বক্ষনিক পাঠকসেবা দিয়ে বইপড়া আন্দোলন জোরদার করে স্বাধীনতার সুফল এবং সোনার বাংলা গড়ার আন্দোলনে নতুন প্রজন্মের ভূমিকায় উল্লেখযোগ্য অবদান রাখবে বলে উদ্যোক্তাগণের অভিমত। তৃণমূল পর্যায়ে বই পড়া-আন্দোলন হয়ে উঠুক বাঙালি সংস্কৃতি বিকাশের হাতিয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *