সুনামগঞ্জে গভীর রাতে কবরস্থান থেকে ভেসে এলো নবজাতকের কান্না

সুনামগঞ্জে গভীর রাতে কবরস্থান থেকে ভেসে এলো নবজাতকের কান্না

সুরমার ঢেউ এক্সক্লুসিভ :: গভীর রাতে কবরস্থান থেকে ভেসে এলো নবজাতকের কান্না! এমন ঘটনাই ঘটেছে সুনামগঞ্জে। সুনামগঞ্জের একটি কবরস্থানে এক নবজাতককে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। কান্নার শব্দ শুনে এলাকাবাসী ওই নবজাতককে কবরস্থান থেকে উদ্ধার করে। ২২ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরতলির ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। কবরস্থানের পাশের বাসিন্দা তাছলিমা আক্তার বলেন, অনেক রাতে হঠাৎ করে বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি- সদ্য জন্ম নেওয়া একটি নবজাতক কান্না করছে। তখন গ্রামের আরও লোকজন জড়ো হয়। সবাই মিলে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসি। পরে নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা নিজামুল হক বলেন, আমরা নবজাতককে বাঁচিয়ে রাখতে চাই। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, এই নবজাতককে তিনি সন্তান স্নেহে বড় করতে চান। সদর থানার এএসআই সোহেল আহমদ জানান, বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। শিশুটি কোথায় থাকবে, ঊর্ধ্বতনরা সিদ্ধান্ত জানাবেন। শিশুটি হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে ভর্তি আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *