ঘুরতে এসে টাঙ্গুয়ায় স্পিকারে গানবাজনা, ২২ নৌযানকে জরিমানা

ঘুরতে এসে টাঙ্গুয়ায় স্পিকারে গানবাজনা, ২২ নৌযানকে জরিমানা

সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম টাঙ্গুয়ার হাওরে নৌকা বিলাস। এজন্য প্রচুর পরিমাণ পর্যটক বর্ষায় এখানে আসেন নৌকায় ঘুরে বেড়াতে। কিন্তু ঘুরতে এসে নৌকায় স্পিকারে উচ্চ শব্দে গানবাজনা বাজিয়ে শব্দ দূষণের সৃষ্টি করেন অনেক পর্যটক। এসবের বিরুদ্ধে তাহিরপুর উপজেলার প্রশাসন অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী ২২টি নৌযানকে ৩৮ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে হাওরে নৌকায় গানবাজনা ও মাইকে শব্দ দূষণ করায় তাদের এই জরিমানা করা হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
টাঙ্গুয়ার হাওরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে পর্যটকবাহী ২২টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা করা হয়। এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার উপস্থিত ছিলেন। এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, ‘বন্যার কারণে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকা চলাচলে এখনও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। হাওরে আবর্জনা না ফেলা এবং উচ্চ মাত্রার শব্দ উৎপাদন না করার বিষয়ে ইতোপূর্বেই নির্দেশনা প্রদান করা হয়েছিল। আমরা এখনও স্মরণকালের ভয়াবহতম বন্যার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছি। এ পরিস্থিতিতে উচ্চ মাত্রার শব্দ বানভাসি মানুষের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।
গত দু’দিনে হাওরে বেড়াতে আসা বেশ কিছু নৌকা উচ্চমাত্রার শব্দ করে গান বাজায়। যার কারণে মোবাইল কোর্টের অভিযানে ২২টি মামলায় ২২টি নৌকাকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *