সুরমার ঢেউ সংবাদ :: ওয়ানডে ক্রিকেটের থিম সং কানে বাজতেই যেন ভিন্ন দল হয়ে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুঃস্বপ্নের টেস্ট ও টি-২০ সিরিজ কাটানো দল ওয়ানডে ফরম্যাটে ভিন্ন মেজাজে। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ের পর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটের রেকর্ড জয় তুলে নিয়েছেন তামিমরা। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে সিরিজ। একই সঙ্গে ক্যারিবিয়ানদের বিপক্ষে টানা ১০ ওয়ানডেতে জয়ের রেকর্ড গড়লো। তবে অল্প রান তাড়া করতে নেমে ওয়ানডে ফরম্যাটে প্রথম ১০ উইকেটের জয় পাওয়া হলো না তামিমদের। ৯ উইকেটের জয় আগেও চারবার পেয়েছে বাংলাদেশ। তবে হাতে ২৯.২ ওভার রেখে জয় তুলে নেওয়ায় এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ২৩.৩ ওভারে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালে ২৬.১ ওভারে জয় ছিল বাংলাদেশের সবচেয়ে বড়।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নামজুল হোসেন শান্তকে নিয়ে বেশ সতর্কতার সঙ্গে শুরু করেন তামিম ইকবাল। দীর্ঘদিন পর ওয়ানডেতে ওপেনার সঙ্গী পরিবর্তন করলেন তামিম। লিটন দাসকে সরিয়ে শান্তকে উপরে তুলে আনা হয়েছে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে চেষ্টা করেছেন শান্ত। গড়ে তুলেছেন ৪৮ রানের জুটি। এরপরই ছন্দপতন। জায়গা বদল হলে সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসার ঘটনাতে কোনো পরিবর্তন হয়নি শান্তর। ৩৬ বলে ২০ রান করে ক্যাচ তুলে দিয়েছেন। এরপর আর কোনো হোচট খেতে হয়নি। বেশ স্বাচ্ছন্দে ব্যাট চালিয়েছেন লিটন। শেষ পর্যন্ত তিনি ২৭ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। অপরপ্রান্ত ৫০ রানে অপরাজিত থাকেন তামিম। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ।