সুরমার ঢেউ সংবাদ :: বাংলা গানের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলম খানের দুই দফায় জানাজা শেষে তাকে শ্রীমঙ্গলে স্ত্রীর কবরের পাশেই শায়িত করা হয়। জানা গেছে- তার প্রথম জানাজা ৮ জুলাই শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ঢাকার তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর এফডিসিতে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সেখানে মহাজিরাবাদ এলাকার পাহাড় চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হজরত খাজা শাহ মোজাম্মেল হক (র.) এর প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে স্ত্রীর কবরের পাশে শায়িত করা হয়। বিষয়টি জানিয়েছেন তার পুত্র-সংগীত পরিচালক আরমান খান।
বাংলা সিনেমার গানে অবিস্মরণীয় নাম আলম খান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী গান সৃষ্টি করেছেন। তিনি একাধারে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন। আলম খানের জন্ম ১৯৪৪ সালের ২২ অক্টোবর সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে। ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল থেকে মেট্রিক পাস করেন তিনি। এ স্কুলে থাকা অবস্থায় গানের প্রতি আগ্রহী হন এবং মায়ের উৎসাহে তিনি গানের চর্চা শুরু করেন। এরপর বাবাও সমর্থন দেন। বাংলাদেশের কিংবদন্তি পপ শিল্পী আজম খান ছিলেন তার ছোট ভাই।