সুরমার ঢেউ সংবাদ :: জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আগামী ১৫ নভেম্বর নাগাদ বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটিতে উন্নীত হবে। এতে আরও বলা হয় ২০২৩ সাল নাগাদ ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে যাবে এবং বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশে পরিণত হবে। ১১ জুলাই সোমবার জাতিসংঘ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সুস্পষ্ট কোনো কিছু উল্লেখ না করে বলেন, জনসংখ্যা বৃদ্ধির এ সামগ্রিক গুরুত্বপূর্ণ পর্যায় আমাদের এ গ্রহের প্রতি যত্নবান হওয়ার অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, এটি বর্তমান সময়েও আমাদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতির ঘাতটিরই প্রতিফলন। এ ভবিষ্যদ্বাণীতে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক সংস্থা জানায়, ১৯৫০ সাল থেকে বিশ্ব জনসংখ্যা ধীর গতিতে বাড়ছে। এর পরও ২০৩০ সাল নাগাদ বিশ্ব জনসংখ্যা দাঁড়াবে ৮৫০ কোটিতে এবং ২০৫০ সালে পৌঁছাবে ৯৭০ কোটিতে। তাছাড়া, এ জনসংখ্যা ১ হাজার কোটির মাইল ফলক অতিক্রম করবে ২০৮০ সালে