সুরমার ঢেউ সংবাদ :: ২০২২ সালে নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়েছে। ৬ জুলাই বুধবার সকালে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত ফাইল শিক্ষা মন্ত্রণালয় এসে পৌঁছেছে দুপুরে। শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ বছর ২০৫১টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ এমপিওভুক্ত করা হয়েছে। আর, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ের ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে।