জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করা হলো কেন ?

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যা করা হলো কেন ?

সুরমার ঢেউ সংবাদ :: জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের উপর অসন্তুষ্ট ছিল হত্যাকারী। তবে কী কারণে সে শিনজো আবের উপর অসন্তুষ্ট ছিল তা জানায়নি পুলিশকে। মূলত ব্যক্তিগত আক্রোশ থেকেই শিনজো আবেকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারী দেশটির নৌবাহিনীর সাবেক সদস্য বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বিবিসি জানায়, ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি নারা শহরের বাসিন্দা। ওই শহরেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো আবে। শিনজো আবেকে গুলির পরই তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।
তবে অভিযুক্ত তেতসুয়া শিনজো আবের সফর সম্পর্কে কীভাবে জানত তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। কারণ নারা শহরে শিনজো আবের সফর ৭ জুলাই বৃহস্পতিবার রাতে নির্ধারিত হয়েছিল। ফলে এত অল্প সময়ের মধ্যে তেতসুয়া কীভাবে নিজে বন্দুক বানাল এবং ঘটনাস্থলে আসে তা জানতে তদন্ত করছে দেশটির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *