সুরমার ঢেউ সংবাদ :: বেসরকারিভাবে হজ্বে গিয়ে মো. মতিয়ার রহমান নামের একজনকে মদিনা শরীফে ভিক্ষা করার সময় আটক করেছে সৌদি আরবের পুলিশ। গত ২২ জুন তাকে আটক করা হয়। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার নাগরিক। ওই হজ্বযাত্রীকে সৌদিতে পাঠানো ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসকে (হজ্ব লাইসেন্স নং ৭৩৭) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। ২৯ জুন রোববার হজ ওয়েবসাইটের নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ধানসিঁড়ির ট্রাভেলসের পাঠানো মো. মতিয়ার রহমান গত ২২ জুন বিকেল ৫টার দিকে মদিনা শরীফে ভিক্ষা করছিলেন। এসময় সৌদি আরবের পুলিশ তাকে আটক করে। ঘটনা জানার পর বাংলাদেশ হজ্ব মিশনের একজন কর্মী থানায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
ওই যাত্রী ‘সৌদি আরবে ব্যাগ ছিনতাই হয়েছে’ বলে মিথ্যা নাটক সাজিয়ে ভিক্ষা করছিলেন। এতে সৌদিতে বাংলাদেশের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। পরে তদন্তে জানা যায়, ধানসিঁড়ির সেই হজ্বযাত্রীকে গাইড করার মতো সৌদিতে কোনো মোনাজ্জেম ও হাজীর বসবাসের বাড়ি বা হোটেলও ছিল না। এ ধরনের কাজের জন্য হজ্ব এজেন্সির বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, তা তিন কার্যবিসের মধ্যে ব্যাখ্যাসহ জানতে চায় মন্ত্রণালয়।