ইশরাত জাহান চৌধুরী :: মৌলভীবাজারে যুব উন্নয়ন অধিদপ্তরের একমাস মেয়াদী ইয়ুথ কিচেন, বিউটিফিকেশন, ইলেক্ট্রিক্যাল এন্ড হাউজওয়ারিং ও সোলার প্যানেল স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৬ জুলাই বুধবার। যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার’র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার’র জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথি তার বক্তব্যে মৌলভীবাজার জেলার যুব সমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়াসী হতে আহ্বান জানান।