মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টকারী শিক্ষকের ৫ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টকারী শিক্ষকের ৫ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

সুরমার ঢেউ সংবাদ ::মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ স্ট্যাটাস পোস্টকারী (অবঃ) শিক্ষক আশিষ বিজয় দেবকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন সিলেটের বিশেষ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম। অবসরপ্রাপ্ত শিক্ষক আশিষ বিজয় দেবের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায়, তিনি ৩০ জুন বৃহস্পতিবার বিকেলে এ আদেশ প্রদান করেন। সিলেটের (তথ্য প্রযুক্তি) বিশেষ সাইবার ট্রাইব্যুনালে বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট মুজিবুল হক জাভেদ ও বিবাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট বিপ্লব কান্তি দেব মাধব।
উল্লেখ্য- ০৪ এপ্রিল ২০১৮ সালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাধীন ছয়কুট গ্রামের নাগরিক অবসরপ্রাপ্ত শিক্ষক আশিষ বিজয় দেব তার ফেসবুক আইডি থেকে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর স্ট্যাটাস পোস্ট করেন। বিষয়টি কমলগঞ্জের মুসলিম জনতার নজরে আসলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সর্বমহলে আওয়াজ ওঠে এবং মুসলিম জনতার পক্ষে মোঃ সায়েক আলী বাদী হয়ে কমলগঞ্জ থানায় আশিষ বিজয় দেবের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আশিষ বিজয় দেবকে গ্রেফতার করা হয়। মামলাটি দীর্ঘ শুনানির পর আশিষ বিজয় দেব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *