হবিগঞ্জে মোবাইল কেনা-বেচা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জে মোবাইল কেনা-বেচা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

সুরমার ঢেউ সংবাদ :: হবিগঞ্জ সদরে মোবাইল কেনা-বেচা নিয়ে দু’পক্ষের দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ জুলাই শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরতলীর আলমপুর গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সদর মডেল থানা ও বানিয়াচং থানা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কিসমত আলী (৬০), শিমুল আহমেদ (২৮), মোস্তফা মিয়া (২০), মেজর মিয়া (২৫), জাহেদ মিয়া (৩৫), শের আলী (৪০), জাহেদ খানকে (৪০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত সবার পরিচয় জানা সম্ভব হয়নি।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, আলমপুর গ্রামে রিপন ও সুহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে গত কয়েকদিন ধরে মোবাইল কেনা-বেচা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে তারা বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত মামুন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান দৌস মোহাম্মদ। নিহত মামুন ওই গ্রামের আমির আলীর ছেলে। এদিকে, ২ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষের ফলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুপাশে সৃষ্টি হয় তীব্র যানযাট। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *