অতিরিক্ত ভাড়া নেয়ায় হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের ৪ ড্রাইভারকে চাকরিচ্যুত

অতিরিক্ত ভাড়া নেয়ায় হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বাসের ৪ ড্রাইভারকে চাকরিচ্যুত

সুরমার ঢেউ সংবাদ :: বন্যা পরিস্থিতির মাঝে সিলেট ও সুনামগঞ্জ থেকে আসা বন্যার্তদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস ৪টি বাসের ৪ জন চালক ও ৪ জন কন্ডাক্টরকে চাকরিচ্যুত করা হয়েছে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় ২০ জুন সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, ৪টি গাড়ির ৪ জন চালক ও ৪ জন কন্ডাক্টরের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার প্রমাণ পাওয়ায় ১৯ জুন রোববার রাতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া, ৯টি গাড়ির আরও ১৮ জন শ্রমিকের বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকেও অব্যাহতি দেয়া হবে।
শঙ্খ শুভ্র আরও বলেন, সমিতির পক্ষ থেকে আর কোনো সিদ্ধান্ত আসার পূর্ব পর্যন্ত অব্যাহতিপ্রাপ্ত শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন না। আর যেন কোনো যাত্রী হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকা হবে।
উল্লেখ্য, গত ১৮ জুন শনিবার হবিগঞ্জ-সিলেট লাইনে ১৮০ টাকা ভাড়ার জায়গায় সর্বোচ্চ সাড়ে ৩শ’ টাকা নেয়ার অভিযোগ ওঠে বাস কর্মচারীদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সমিতির কর্মকর্তারা সংবাদকর্মীদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *