সুরমার ঢেউ সংবাদ :: সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয়ার ২৪ দিনের মাথায় হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের ৫৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ জুন মঙ্গলবার রাতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আবদুর রহমান সভাপতি ও গৌতম কুমার রায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এর আগে গত ২১ মে পৌর আওয়ামী লীগের সভাপতি নীলাদ্রি শেখর পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। তাঁরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সবশেষ পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোতাচ্ছিরুল ইসলাম ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর বিপরীতে চেয়ারম্যান প্রার্থী হন। আর নীলাদ্রি শেখর পুরকায়স্থ ২০২০ সালে পৌরসভার উপনির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে অংশ নেন। তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত ও নির্দেশে ঘটনার প্রায় ৩ বছর পর ২১ মে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দেওয়ার ২৪ দিন পর গতকাল রাতে হবিগঞ্জ পৌর কমিটির ৭১ সদস্যের মধ্যে ৫৪ সদস্যের নাম ঘোষণা করে জেলা আওয়ামী লীগ।
নতুন কমিটির সহসভাপতি হয়েছেন শাহবাজ চৌধুরী, দেওয়ান মিয়া, এস এ শওকত, আবদুল কুদ্দুছ, জুনায়েদ আহমেদ, নূরুল কবির, আশুতোষ অধিকারী, ইকরাম হোসেন, আবদুল আজিজ, দেলোয়ার হোসেন, শাহ মো. আলমগীর, মো. আলমগীর, আবদুর রউফ, রফিকুল ইসলাম, ফুল মিয়া, রন্টু পুরকায়স্থ ও দেওয়ান মোস্তাক গাজী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন শেখ মো. মামুন, শেখ আনিসুজ্জামান, অমীয় রায়, হুমায়ুন কবীর চৌধুরী, মোতাব্বির খান, মাখন পাল ও মো. মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে পার্থ সারথি রায়, মোস্তফা কামাল, জিয়া উদ্দিন, আবদুল মালেক, জসিম উদ্দিন, বেলাল উদ্দিন ও মোজাম্মেল হককে বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।