মৌলভীবাজারে মনু নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

মৌলভীবাজারে মনু নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে মনু নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আজ ২১ জুন। শহরের চাঁদনীঘাট ব্রিজ পয়েন্টে ২০ জুন সোমবার রাত ৯টায় মনু নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও, ২১ জুন মঙ্গলবার সকাল থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৯টায় চাঁদনীঘাট ব্রিজ পয়েন্টে মনু নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার নীচ দিয়ে এবং দুপুর ১২টায় ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিলো।
২০ জুন সোমবার মনু নদীর পাড়ে উদ্বিগ্ন রাত কাটান পৌর মেয়র ফজলুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আক্তারুজ্জমানসহ পৌরসভা ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্চারীরা। সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে মনু নদীর পাড়ে উপস্থিত হন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণও। রাতেই খবর আসে উজানে ভারতের ত্রিপুরা-কৈলাশহর এলাকায় বৃষ্টিপাত হচ্ছেনা। সেখান থেকে যে ৩টি খাল দিয়ে পানি মনু নদীতে আসে, সে ৩টি খালে অতিরিক্ত পানি নেই। সরেজমিনে মনু নদী সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে দেখা যায়- চাঁদনীঘাট ব্রিজ পয়েন্টে মনু নদীর পানি আগের দিনের ১১ দশমিক ৩৪ মিটার থেকে ১১ দশমিক ২০ মিটারে নেমে এসেছে।
অপরদিকে, কমলগঞ্জের ধলাই নদীসহ অন্যান্য নদ-নদীর পানিও কমছে। ২০ জুন সোমবার ধলাই নদীর পানির লেভেল ১৯ দশমিক ৩৫ ছিলো। সন্ধ্যা ৬টায় এ পয়েন্টে পানির লেভেল ১৮ দশমিক ৫৬ সেন্টিমিটার ছিলো। অর্থাৎ কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া, জেলার শেরপুর ব্রিজ পয়েন্টে কুশিয়ারা নদীর পানির লেভেল ৮ দশমিক ৩৩ রয়েছে- যা বিপদসীমার ২২ সেন্টিমিটার নীচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *