সুরমার ঢেউ সংবাদ :: কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ডাকসুবিহীন ডাকসুর প্রতিনিধি হয়ে সিনেটের কার্যক্রমে অংশগ্রহণ করা নৈতিকতা বিরোধী। ১৬ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নুর নিজেই এ তথ্য জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীতিনির্ধারণী ফোরামের (সিনেট) অধিবেশনও বর্জন করেছেন।
তিনি বলেন- ‘আগামীকালের বাজেট অধিবেশনেও অংশ নিচ্ছি না। অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিয়ে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। ভালো থাকুক ঢাকা বিশ্ববিদ্যালয়, ভালো থাকুক দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলে, ভালো থাকবে দেশ।’ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক ওই অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিনেটের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়। তবে, সিনেটে আলোচনার পর নতুন অর্থবছরের বাজেট ও চলতি অর্থবছরের (২০২১-২২) সংশোধিত বাজেট চূড়ান্ত হবে।