সুরমার ঢেউ সংবাদ :: স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি সিলেটের বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ দুর্দশা সরেজমিনে দেখতে সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে তিনি সিলেটের বন্যা পরিদর্শন করবেন বলে জানা গেছে। তিনি আগামীকাল ২১ জুন মঙ্গলবার সকালে হেলিকপ্টারযোগে সিলেট আসার কথা রয়েছে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ লাখ ৫ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন দুজন। সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান- স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসার কথা রয়েছে। তাকে বহনকারী হেলিকপ্টারটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামীলীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেবেন। তবে, প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচি এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি। সফরকালীন আর কোনো কর্মসূচি আছে কি-না তা সফরসূচি পাবার পর জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, সিলেটের ৬০ শতাংশ এবং সুনামগঞ্জের প্রায় ৯০ শতাংশ এলাকা প্লাবিত হয়েছে। প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দি। এদের উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস কাজ করছে। সর্বশেষ খবর অনুযায়ী সেনাবাহিনীর ৩২, নৌবাহিনীর ১২ এবং ফায়ার সার্ভিসের ৪টি বোট কাজ করছে দু-জায়গায়। এরই মধ্যে তারা ১ লাখের বেশী মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়েছে। ভয়াবহ বন্যায় প্রায় পুরো সিলেট এখন পানির নিচে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও বিজিবি তিনদিন যাবৎ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।