ইতালিতে সিটি করপোরেশন নির্বাচনে ১০ বাংলাদেশি প্রার্থী

ইতালিতে সিটি করপোরেশন নির্বাচনে ১০ বাংলাদেশি প্রার্থী

সুরমার ঢেউ সংবাদ :: ইতালিতে ১২ জুন রোববার বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ বাংলাদেশি প্রার্থী। মূল ধারার রাজনীতিতে এসে প্রচারণায় বাংলাদেশিরা বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। ৪টি আইনের ওপর গণভোট ছাড়াও কয়েকটি নগরীতে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনে ১০ বাংলাদেশি প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গণতান্ত্রিক দেশ হিসেবে ইতালিতে গুরুত্বপূর্ণ আইন পাসের আগে গণভোট করে থাকে দেশটি। এবার চারটি আইনের ওপর অনুষ্ঠিত হচ্ছে গণভোট। এছাড়া বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে ১০ বাংলাদেশি প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মূল ধারার রাজনীতিতে এসে প্রচারণায় বাংলাদেশিরা বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। ইতালীয়দের বাংলাদেশিরা মূলধারার রাজনৈতিক দলের প্রার্থী হওয়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশিদের অবস্থান আরো সুদৃঢ় হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
ইতালির মনফালকণে ৬ জন প্রবাসী বাংলাদেশি কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন। পাদোভা সিটি করপোরেশনে ২ জন এবং ভিসেন্সায় ২ জন প্রার্থী রয়েছেন। ইতালির রাজনৈতিক প্লাটফর্মে নিজেকে সম্পৃক্ত রেখে বাংলাদেশিদের তথা অন্যান্য দেশের অ’ভিবাসীদের সমস্যাগুলো সমাধান অ’তি সহ’জ হবে বলে মনে করেন নির্বাচনে অংশগ্রহণকারী ১ জন প্রার্থী। গেল রোম সিটি করপোরেশন নির্বাচনেও ১২ জন বাংলাদেশি বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *