জুড়ীতে রুম টু রিড বাংলাদেশের কমিউনিটি মিটিং

জুড়ীতে রুম টু রিড বাংলাদেশের কমিউনিটি মিটিং

এম রাজু আহমেদ: মৌলভীবাজারের জুড়ীতে রুম টু রিড বাংলাদেশ এর মেয়েশিশু শিক্ষা সহযোগিতা কার্যক্রম’র আওতাভুক্ত কমিউনিটি মিটিং আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার ১৬ জুন উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহীন আহমদ’র সঞ্চালনায় ও রুম টু রিড বাংলাদেশ মৌলভীবাজারের ফিল্ড অফিস এর ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, বিশেষ অতিথি সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক নিলকান্ত বৈদ্য, ফয়াজ আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য আজাদ মিয়া, অজয় বিশ্বাস, কবি এম রাজু আহমেদ,
রুম টু রিড বাংলাদেশ মেয়েশিশুদের শিক্ষা সহায়তা কার্যক্রম’র প্রোগ্রাম অফিসার নাজিয়াত আক্তার, প্রোগ্রাম এসোসিয়েট নাঈমা মাহফুজা, সোসাল মোবিলাইজার আফসারা মমতাজ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক।

অনুষ্টানের সভাপতি তাঁর বক্তব্যে জানান,
শিশুরা কোনো কারণে পড়া-লেখা থেকে ঝরে না পড়তে দেশের বিভিন্ন স্থানে তাঁদের এ সেবা কার্যক্রম চলমান রয়েছে।
পড়া-লেখায় শিশুরা এগিয়ে যেতে ও দক্ষতা বৃদ্ধিতে দেয়া হচ্ছে বিভিন্ন সহায়তাও।
এর ধারাবাহিতায় জুড়ীর ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে
তাঁদের এ কার্যক্রম শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *