মৌলভীবাজারে দিনব্যাপী মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৌলভীবাজারে দিনব্যাপী মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছালেহ আহমদ সেলিম, বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজারে দিনব্যাপী মবশ্বির-রাবেয়া ট্রাষ্টের ফ্রি হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ১২ জুন রবিবার। করোনা মহামারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আবারও এ ফ্রি হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে মৌলভীবাজার শহরের রুমেল কমিউনিটি সেন্টারে চলতি বছরের পবিত্র হজ পালনে প্রস্তÍুতি নিচ্ছেন এমন হজ্ব যাত্রীদেরকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে দূপুর আড়াইটায় মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ¦ মোঃ ফজলুর রহমান প্রশিক্ষণার্থীদের হাতে হজ্জ পালনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী তোলে দেন। এসময় উপস্থিত ছিলেন মবশি^র-রাবেয়া ট্রাষ্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, এস এম উমেদ আলী প্রমুখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পাল করেন ঢাকা থেকে আসা এটিভির হজ উমরা ও জিয়ারত বিষয়ক প্রশিক্ষক তানভির হোসাইন। ব্যবহৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল পিঠের বেগ, কোমরের বেল্ট, সেন্ডেলের বেগ, পাসপোর্ট বেগ, হাওয়া বালিশ, হজ নির্দ্দেশিকা ও কাংকর বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *