বানরের উপদ্রবে অতিষ্ঠ নবীগঞ্জ শহরবাসী

বানরের উপদ্রবে অতিষ্ঠ নবীগঞ্জ শহরবাসী

সুরমার ঢেউ সংবাদ :: বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন নবীগঞ্জ শহরবাসী। না পারছেন বানর তাড়িয়ে দিতে, না পারছেন বানরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে। এই উপদ্রব থেকে কীভাবে রক্ষা পাবেন তা নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই। ক্রমশ বাড়ছে বানরের উপদ্রব। বিশেষ করে বাসা-বাড়িতে বসবাসরত গৃহকর্ত্রীরা পড়েছেন বিপাকে। হঠাৎ দলবদ্ধ হয়ে খাবারের জন্য ছোটে বানর। বাসা-বাড়ির বিভিন্ন জিনিসপত্রও ভাঙচুর করছে। পৌর শহরের ওসমানী রোডের এক গৃহকর্ত্রী জানান, এর আগেও বানর দেখা যেত, উৎপাত করতো না তেমন। কিন্তু এখন দলবদ্ধভাবে আক্রমণ করছে। গতকাল বাসার সামনে ৬ টি বানর আমার উপর হামলা করে। এর আগে বাইরে রোদে দেয়া বেশ কিছু খাবার খেয়ে চলে যায়। বানরের উৎপাত থেকে রক্ষা পেতে সকলকে সোচ্চার ও সকলের সহযোগিতার আহ্বান সচেতন মহলের। তাদের দাবি লোকালয় থেকে তাদেরকে বনে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই আমাদের শিশুরা বনের প্রাণির হাত থেকে নিরাপদে থাকুক। এ ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *