সুরমার ঢেউ সংবাদ :: প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ১০টি সুসজ্জিত ট্রাকে করে রোড শো অনুষ্ঠিত হয়েছে ১২ জুন রবিবার দুপুরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে এ রোড শো করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে রোড শো শেষ হয়। ১০টি বিষয়ের মধ্যে ছিল সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ও কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানষিক বিকাশ। প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা ট্রাক সাজানো হয়েছিল।
রোড শোতে অংশগ্রহন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ অনেকে। বিভিন্ন সংস্থার শতাধিক গাড়ি অংশ গ্রহন করে এ রোড শো-তে।