ইশরাত জাহান চৌধুরী :: অগ্রণী ব্যাংক দুয়ার ব্যাংকিং ব্যবসায় পর্যালোচনা এবং ঋণ বিতরণ ও নতুন ২ শতটি এজেন্ট আউটলেট সংস্থাপন উপলক্ষ্যে মৌলভীবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় বক্তারা বলেছেন অগ্রণী ব্যাংক সকল পর্যায়ে স্মার্ট ব্যাংকিং কার্যক্রমের দিকে বেশী করে মনোযোগ দিয়েছে। এতে এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজেন্টদের মধ্যে দিয়ে সাধারণ গ্রাহকদের সাথে ব্যবসায়িক পাটনারশিপ তৈরি করেছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ভিত্তি প্রতিষ্ঠিত করেছিলো অগ্রণী ব্যাংক। দেশে বর্তমানে রেমিটেন্স প্রবাহ কমে গেছে শোনা গেলেও আমাদের প্রবাহ কমেনি। যতটুকু অগ্রণী ব্যাংকের কমেছে সে পূরন করে দিয়েছেন এজেন্ট ব্যাংকিংর এজেন্টরা। সম্পূর্ণ কৃতিত্বই এজেন্টদের।
অগ্রণী ব্যাংক লিমিটেড মৌলভীবাজার অঞ্চলের মতবিনিময় সভা মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক দেবাশীষ দাশ এর সঞ্চালনায় ৭ জুন সকাল ১১টায় মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ( সিলেট সার্কেল) রুবানা পারভীন, আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপক পরিচালক অগ্রণী দুয়ার সার্ভিসেস লিমিটেড মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক ( সিলেট সার্কেল সচিবালয়) মাহমুদ রেজা, এডিপি দুয়ার সার্ভিসেস লিমিটেড মুহাম্মদ জিয়াউল হক। মতবিনিময় সভায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার অগ্রণী ব্যাংক সকল শাখার ব্যবস্থাপক কর্মকর্তা এবং এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় দ্রুত আরো ২ শতটি আউটলেট এজেন্ট ব্যাংকিং চালু করে দেশের মানুষের দুয়ারে অগ্রণী ব্যাংকের কার্যক্রম পৌঁছাতে সক্ষম হবে।