সুরমার ঢেউ সংবাদ :: ইংল্যান্ড এবার নিজেদের ঘরের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ইতালির সঙ্গে ম্যাচ ড্র করেছে। উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মলিনিউ স্টেডিয়ামে ১১ জুন শনিবার রাতে নেশন্স লিগের ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ পরিণতি টেনেছে। এবারের আসরে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে তিন ম্যাচ খেলে জয়শূন্যই থাকতে হয়েছে ইংল্যান্ডকে। অপরদিকে একটি জয়ের পর আবারও ড্র করল ইতালি। এর আগে জার্মানির সঙ্গে ১-১ ড্রয়ে আসর শুরু করে ইতালি। এরপর হাঙ্গেরিকে ২-১ গোলে হারায় ইতালিয়ানরা। হাঙ্গেরির কাছে ১-০ গোলে হারের পর জার্মানির বিপক্ষে শেষ দিকের গোলে ১-১ ড্র করে ইংল্যান্ড।
গতবছরের জুলাইয়ে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করেছিল ইতালি। ওই ম্যাচের পর প্রথমবার দেখা হলো দল দুটির। বর্তমানে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। আরেক ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ ড্র করা হাঙ্গেরি ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দুই নম্বর স্থানে। তিনে জার্মানি এবং ২ পয়েন্ট নিয়ে তালানিতে আছে ইংল্যান্ড। নেশন্স লিগে এই পর্বের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার জার্মানি ফিরতি লেগে ঘরের মাঠে খেলবে ইতালির বিপক্ষে। একই সময়ে ইংল্যান্ড ঘরের মাঠে মুখোমুখি হবে হাঙ্গেরির।