সিলেটের এম এ মুনিম বৃটেনের রাজপ্রাসাদ থেকে ‘ওবিই’ সম্মাননা পেলেন

সিলেটের এম এ মুনিম বৃটেনের রাজপ্রাসাদ থেকে ‘ওবিই’ সম্মাননা পেলেন

সুরমার ঢেউ সংবাদ :: মোহাম্মদ আব্দুল মুনিমকে (এম এ মুনিম) বৃটেনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদানের জন্য রাণী এলিজাবেথ সম্মাননা প্রদান করা হয়। বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের শাসনের সত্তর বছর পূর্তি ও ৯৬ তম জন্মদিন ছিলো ছিলো ২ জুন। জন্মদিন উপলক্ষে বৃটেনসহ সংশ্লিষ্ট দেশগুলিতে ‘প্ল্যাটিনাম জুবিলি’ পালিত হচ্ছে। এই দিনটি বৃটিশদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃটেনে বসবাসরত গুণি ব্যক্তিবর্গদেরকে রাণী এলিজাবেথ সম্মাননা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এই সম্মাননায় ভূষিত হন এম এ মুনিম। ব্রিটিশ বাংলাদেশী এম এ মুনিম বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে-এর সভাপতি এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান। সিলেটের একসময়ের তুখোড় এই ছাত্র নেতা ১৯৫৮ সালে কুলাউড়ার কামার কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আলহাজ্ব মো: আবদুল বারী ছিলেন একজন প্রখ্যাত ঠিকাদার ও সফল ব্যবসায়ী।
উল্লেখ্য, এম এ মুনিম কুলাউড়া এনসি হাই স্কুল থেকে ১৯৭৩ সালে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। ৭৪ সালে সিলেট এমসি কলেজে ভর্তি হন এবং সেখানেই উদ্ভিদ বিজ্ঞান বিভাগে (অনার্স) অধ্যয়ন করেন। এম এ মুনিম সিলেট সরকারি এমসি কলেজে দু’বার ছাত্রলীগের সভাপতি এবং দু’বার বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি তখন শিক্ষা আন্দোলন বিশেষ করে সিলেটে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে প্রচার কর্মকান্ড পরিচালনা করেন। সিলেট বিভাগ প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। ১৯৯৯ সালে মোহাম্মদ মুনিম বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাউথ ইস্ট রিজিওনের সভাপতি নির্বাচিত হন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিসিএ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে বিসিএর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। ২০১৭ সাল পর্যন্ত তিনি অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন। নির্বাহী সদস্য হিসেবে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত এবং সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন ২০১৯ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *