শ্রীমঙ্গল চতুর্থ চা নিলামে ৮ কোটি টাকার চা বিক্রি

শ্রীমঙ্গল চতুর্থ চা নিলামে ৮ কোটি টাকার চা বিক্রি

সুরমার ঢেউ সংবাদ :: দেশের আন্তর্জাতিক ২য় চা নিলাম কেন্দ্রে চলতি বছরের ৪র্থ চা নিলামে প্রায় ৮ কোটি টাকার চা বিক্রি হয়েছে। ৮ জুন বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে চা নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে চট্রগ্রামের ৭টি বোকার্স ও শ্রীমঙ্গলের ৪টি ব্রোকার্সসহ শতাধিক বায়ার অংশ নেন। ১১টি ব্রোকার্সের মাধ্যমে চা নিলামে ৩০টি বাগানের মোট ৩ লাখ ৪৬ হাজার ১শ কেজি চা তোলা হয়। তারমধ্যে সবচেয়ে বেশী দামে চা বিক্রি হয় চট্রগ্রামের কর্ণফুলী চা বাগানের চা ২৬১ টাকা প্রতি কেজি।
শ্রীমঙ্গল ব্রোকার্সের পরিচালক হেলাল আহমদ জানান, শ্রীমঙ্গলের ৪টি ব্রোকার্সের মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার কেজি তোলা হয়েছে। তারমধ্যে প্রায় সব চা বিক্রি হয়েছে।
চট্রগ্রামের প্রগ্রেসিভ ব্রোকার্সের এক্সিকিউটিভ জনি দেব জানান, মৌসুমের চতুর্থ চা নিলামে শ্রীমঙ্গলে বেশি চা বিক্রি হয়েছে। তারমধ্যে কর্ণফুলি বাগানের চা বেশি দামে বিক্রি হয়। তবে আগামী নিলামে চা বিক্রি আরও বাড়বে। তিনি বলেন,আমাদের চট্রগ্রামের ৭টি বোকার্সের মাধ্যমে ১ লাখ ৭১ হাজার ১শ কেজি চা তোলা হয় এবং তারমধ্যে সম্পূর্ণ চা বিক্রি হয়েছে। শ্রীমঙ্গল নাহার চা বাগানের ব্যবস্থাপক পীষুশ কান্তি ভট্রাচার্য্য বলেন, চতুর্থ নিলামে আমাদের সিটি গ্রুপের চা বাগান কর্ণফুলি বাগানের চা বেশি দামে বিক্রি হয়। আমরা সব সময় চেষ্টা করি চায়ের গুণগত মান ধরে রাখতে। যার ফলে চায়ের দামও ভালো পাচ্ছি। শ্রীমঙ্গল শাওন টি পরিচালক জামাল আহমদ বলেন, এই নিলামে সব চেয়ে উৎসবমূখর পরিবেশ ছিলো। কারণ এর আগে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে প্রথম দিকে চট্রগ্রামের ব্রোকার্সগুলো ৩/৪টি নিলামে অংশ নিলেও পরবর্তীতে তারা নিলামে অজ্ঞাত কারণে অংশ গ্রহন করেনি। চলতি বছরের চতুর্থ নিলামে চট্রগ্রামের সাতটি ব্রোকার্স অংশ গ্রহন করায় দেশের ভালো চা বাগানের গুণগতমানের চা নিলামে তোলা হয়। যার ফলে দেশের বিভিন্ন এলাকার বায়াররা অংশ নেয়ার কারণে আমি একজন বায়ার হিসেবে খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *