সুরমার ঢেউ সংবাদ :: সিলেটে এক কৃষকলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে জেলা ও কেন্দ্রীয় নেতার ওপর হামলার অভিযোগে। আরেক নেতার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে এক বছরের জন্য।
এরা হলেন যথাক্রমে ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ ও সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদ। ৪ জুন শনিবার অনুষ্ঠিত সিলেট জেলা কৃষকলীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার ও সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদের সব সাংগঠনিক কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদিন ও জেলা সভাপতি শাহ নিজাম উদ্দিনসহ জেলা নেতৃবৃন্দের ওপর হামলা, মারধর, লাঞ্ছনা ও ইন্ধন জোগানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।