ছালেহ আহমদ সেলিম, বিশেষ প্রতিনিধি :: ‘গাছ লাগাবো জনে জনে, পৃথিবী ভরবে অক্সিজেনে’ এ শ্লোগান নিয়ে মৌলভীবাজারে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে ৬ জুন সোমবার। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ২য় দিনে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখা ও এর অঙ্গসংগঠন এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করে। শহরের রঘুনন্দনপুরস্থ একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদেরকে নিয়ে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় দেয়া বক্তব্যে সংগঠনের নেতারা বলেন- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে। জলবায়ু পরিবর্তনে ধূসর হয়ে যাচ্ছে সব সবুজ, তাই, বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং বৃক্ষরোপণ ও বনায়ন বৃদ্ধি করতে হবে।
বৃক্ষরোপন কর্মসূচিতে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক নাহিদা খানম। নাসির আলী, হাফিজ আলি, যুব অধিকার পরিষদের আহবায়ক জুবায়ের আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহি, স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইমতিয়াজ হাসান তুহিন, কার্যকরি সদস্য রাজন আহমেদ, হোসাইন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।