সুরমার ঢেউ সংবাদ :: সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশী যুবক মুহাম্মদ আরিফ খান। ৩ জুন শুক্রবার এ লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ২৭ মে এ টিকিট কিনেছিলেন মুহাম্মদ আরিফ। আরিফ খান বাংলাদেশের ঢাকার বাসিন্দা। ৩৬ বছর বয়সী এ বাংলাদেশী শারজাহতে থাকেন। সেখানে তার একটি মোটর রিপেয়ারিং দোকান রয়েছে।
বাংলাদেশি এ যুবক জানান- গত ২৭ মে বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যাফেল ড্রয়ের একটি টিকিটি কেনেন তিনি। আরিফ বলেন- আমি আগে কোনোদিন টিকিট কিনিনি। একবছর আগে থেকে কেনা শুরু করেছি। সবসময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম। এসময় আমিরাতের দুই কোটি দিরহামে বাংলাদেশী মুদ্রায় কত টাকা হয় জানতে চাইলে গুনে বের করার চেষ্টা করেন আরিফ, কিন্তু অংক মেলাতে না পেরে একপর্যায়ে হাল ছেড়ে দেন।
তিনি বলেন, আমি জানি না। সত্যি বলতে, আমি যে দুই কোটি দিরহাম জিতেছি, তা এখনো বিশ্বাস হচ্ছে না। মাত্র আধা ঘণ্টা বা তার কিছু বেশি সময় আমি এই সংখ্যাটা শুনতে শুরু করেছি, ‘দুই কোটি দিরহাম’।
বিশাল এ অর্থপুরস্কার দিয়ে ভবিষ্যতে কী করবেন, তা এখনো ঠিক করেননি আরিফ খান। তবে এ অর্থ দিয়ে অভাবীদের সাহায্য করার ইচ্ছা রয়েছে তার। আরিফ বলেন- আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখি পরিবার। আমি আশা করি, এ অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে। তার কথায়, টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তাই আমি চাই না, এটি আমাকে বদলে দিক। এ অর্থ আমি অন্যদের সাহায্যে কাজে লাগাতে চাই।