সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে ১ জুন বুধবার। মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে এর সভাপতিত্বে মৌলভীবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রশিক্ষণে জাতীয় পরামর্শক, গ্রাম আদালত প্রকল্প স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার মুন্না রানী বিশ্বাস ও মোঃ মাহবুব উল আলম উপস্থিত ছিলেন। গ্রাম আদালতকে শক্তিশালী করে সাধারণ জনগণের বিচারিক সুবিধা প্রাপ্তির পথ সুগম করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।